সালমান এফ রহমান

নতুন মামলায় সালমান এফ রহমানসহ গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১০ জনকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।

অন্যরা হলেন– সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদের সভাপতি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কাস পার্টি সভাপতি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ৭১ টিভির সাবেক সাংবাদিক সাকিল আহমেদ ও ফারজানা রুপা, দেশটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ হাসান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার ইফতেখার মাহমুদ।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের তাদের গ্রেফতার দেখান। এর আগে সংশ্লিষ্ট থানার মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর আবেদন করেন। এরপর সেটি মঞ্জুর করেন আদালত।

মিরপুর থানার গোল চত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারজানা রুপা ও সাকিল আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার দুই মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। যাত্রাবাড়ী থানার তিন মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাশ হত্যাচেষ্টা মামলায় আরিফ হাসানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। যাত্রাবাড়ী থানার তিন ও সূত্রাপুর থানার এক মামলায় আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার এক মামলায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত। কাফরুল থানার মামলায় ইফতেখার মাহমুদকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)