গরুর জন্য আলাদা মন্ত্রণালয় হবে ভারতে

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : ভারতের লক্ষ্ণৌতে এক সংবাদ সম্মেলনে বিজেপির সভাপতি অমিত শাহ জানিয়েছেন গরুর জন্য আলাদা মন্ত্রণালয় তৈরির কথা চিন্তা করা হচ্ছে।

সাধু-সন্যাণ্যাসীরা দীর্ঘদিন ধরেই পৃথক গো-মন্ত্রণালয়ের দাবি জানিয়ে আসছেন।

বিজেপি প্রেসিডেন্ট যখন একথা বলার সময় তার পাশেই ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। তিনি বেশ কয়েকবছর আগেই গো-রক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের আলাদা মন্ত্রণালয় তৈরির দাবি জানিয়েছিলেন।

ভারতের শুধুমাত্র একটি রাজ্যে-রাজস্থানে গরুদের জন্য আলাদা মন্ত্রণালয় আর দপ্তর রয়েছে।কেন্দ্রীয় সরকার আর অন্য সব রাজ্যেই গো-পালনের বিষয়টি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আওতাধীন।

তবে কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে আইন করে গো-রক্ষা কমিশন তৈরি হয়েছে। তারা গো-পালন, গরু পাচার রোধ প্রভৃতি কাজ দেখাশোনা করে থাকে। হরিয়ানাতে আবার গো-রক্ষার জন্য পুলিশের একটি বিশেষ বাহিনীও রয়েছে।

কেন্দ্রীয় সরকার যদি গরুর জন্য আলাদা মন্ত্রণালয় তৈরি করে তবে মন্ত্রণালয়ের কাজ কী হবে তা নিয়ে কেউ কিছু জানায় নি।

(এম আর / ১ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)