অর্থনীতিতে আরও গতি আনতে আবারও সুদের হার কমাল ভারত

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অর্থনীতিতে আরও গতি আনতে আবারও সুদের হার কমাল ভারত।

এলক্ষ্যে বুধবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক রেপো হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। নতুন করে সুদের হার নির্ধারণ করা হয়েছে ৬.০০ বেসিস পয়েন্টে।

এই রেপো রেটে এখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্প সময়ে ঋণ দেবে।

আর্থিক নীতি নিয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এর পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়।

টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, অর্থ বিশ্লেষকদের অনেকের প্রত্যাশার সঙ্গে সমন্বয় রেখে এবার সুদের হার আরও ২৫ বেসিস পয়েন্ট (বিপিএস) কমানো হয়েছে। আগে এই হার ছিল ৬.২৫ বেসিস পয়েন্ট।

গত বছরের অক্টোবরে সর্বশেষ সুদের হার কমায় দেশটি। ওই সময় ৬.৫০ বেসিস পয়েন্ট থেকে কমিয়ে ৬.২৫ বেসিস পয়েন্ট নির্ধারণ করা হয়।

নতুন মুদ্রানীতিতে রিভার্স রেপো রেটে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে রিভার্স রেপো রয়েছে ৫.৭৫ শতাংশ।

(এসএএম/ ০২ আগস্ট ২০১৭)


Comment As:

Comment (0)