বিদেশিরা স্থায়ী নাগরিকত্বসহ সকল সুবিধা পাবে কাতারে

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : বিদেশিদের জন্য আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে কাতার।এখন বিদেশিরা চাইলে কাতারের স্থায়ী নাগরিক হতে পারবেন। দেশটিতে কর্মরত বিদেশি নাগরিকরা ও এই সুযোগ নিতে পারবেন।।

কাতারের সরকারি বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে, গতকাল মন্ত্রিপরিষদে বিলটি পাস হয়েছে। এতে সেখানকার বসবাসরত হাজার হাজার বিদেশি স্থায়ী নাগরিকত্ব পেতে যাচ্ছেন।

তবে এটার জন্য কিছু নির্দিষ্ট গণ্ডি বেঁধে দেওয়া হয়েছে আইনে। সে অনুযায়ী, সব প্রবাসীই এটার জন্য আবেদন করতে পারবে না। যারা কাতারি নারীদের বিয়ে করে বসবাস করছে, দেশটির জন্য বিশেষ কিছু করেছে- তারাই স্থায়ী নাগরিক হওয়ার সুযোগ পাবেন। যারা কাতারে সরকারি চাকরি করছেন, তারাও এখন সেখানকার নাগরিক হয়ে যাবেন।

এমনকি সশস্ত্র বাহিনী থেকে শুরু করে যেকোনো চাকরি করতে পারবেন। নিজেদের ব্যবসার মালিকানা নিজেদের নামেই থাকবে। ব্যবসা করার ক্ষেত্রেও কাতারের কোনো নাগরিকের অংশীদারিত্ব থাকার প্রয়োজন হবে না।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বপ্রথম কাতারেই এ ধরনের সুবিধা দেয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে কাজ করে অাসলেও কয়েক মিলিয়ন লোক সেখানে বিদেশিই থেকে গেছেন।

কাতারের জনসংখ্যার ২.৪ মিলিয়ন, যাদের ৯০ শতাংশই বিদেশি নাগরিক। দক্ষিণ এশিয়া থেকে যাওয়া লোকজনের সংখ্যাই বেশি। মূলত নির্মাণ শিল্পে কাজের জন্য দেশটিতে যান তারা।

সৌদি আরবের নেতৃত্বে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব অামিরাত।চলমান সংকটের মধ্যেই কাতার নিজেদের দেশে বিদেশিদের নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত জানাল।

(এম আর / ৩ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)