উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা

বিনিয়োগবার্তা ডেস্ক: উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখায় নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ।

স্থানীয় সময় শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা প্রস্তাবটি পাস হয়।

গত মাসে দুটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করে উত্তর কোরিয়া। সেই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বড় কয়েকটি শহরে আঘাত হানতে সক্ষম।

ওই পরীক্ষার পর যৌথ ক্ষেপণাস্ত্রের মহড়া দেয় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এর কয়েক দিনের মধ্যে উত্তরের ওপর একটি নিষেধাজ্ঞা প্রস্তাব পাস করেন মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আইনপ্রণেতারা।

শনিবার যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবে উত্তর কোরিয়া থেকে রপ্তানি ও দেশটিতে বিনিয়োগ সীমিত করার বিষয়টি রাখা হয়েছে।

নিষেধাজ্ঞার বিষয়ে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত নিক্কি হ্যালি বলেন, বিষয়টি ছিল ‘এক প্রজন্মে কোনো এক দেশের বিরুদ্ধে সবচেয়ে কঠোর একগুচ্ছ নিষেধাজ্ঞা’।

নতুন নিষেধাজ্ঞায় বড় ধরনের হুমকিতে পড়তে পারে উত্তর কোরিয়ার রপ্তানি। দেশটি বার্ষিক ৩০০ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করে বলে ধারণা করা হয়। নিষেধাজ্ঞার ফলে সেই বাণিজ্য ১০০ কোটি ডলার কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(এমআইআর/ ০৬ আগস্ট ২০১৭)


Comment As:

Comment (0)