বন্যার্তদের সহায়তায় কোরবানির টাকা ব্যয় করার সিদ্ধান্ত ওমর সানী-মৌসুমীর

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের উত্তরাঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। তাদের সহায়তায় পাশে দাঁড়াচ্ছেন তারকাদম্পতি ওমর সানী-মৌসুমী।

গতকাল শুক্রবার বিকেলে ফেসবুক লাইভে ওমর সানী বলেন, এবার আমরা কোরবানি করব না। কোরবানির জন্য রাখা এক লাখ টাকা এবার বন্যাদুর্গতের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি আমি আর মৌসুমী।

একই সঙ্গে বন্যার্তদের সহায়তায় অন্যান্য তারকাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ওমর সানী। এ জন্য তিনি একটি ফান্ড গঠন করারও তাগিদ দেন। আর এই উদ্যোগ নিয়ে কোনো ধরনের রাজনীতি না করতেও তিনি সবার প্রতি অনুরোধ করেন।

তিনি বলেন, কোরবানিতে শুধু মাংস বিলালেই ত্যাগ স্বীকার হয় বলে আমি বিশ্বাস করি না। কোরবানি হলো ত্যাগ। আল্লাহকে খুশি করার জন্য ত্যাগ স্বীকার করা। গত প্রায় ৩০ বছর ধরে আমি নিজের হাতে কোরবানি করি। এবারই করা হবে না।

(এসএএম/ ১৯ আগস্ট ২০১৭)


Comment As:

Comment (0)