তিন দেশে বন্যায় মৃত ৮০০

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : দক্ষিণ এশিয়ার তিন দেশ-বাংলাদেশ, নেপাল ও ভারতে বন্যায় এখন পর্যন্ত মারা গেছে ৮০০ জনের বেশি মানুষ। এবং এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ মানুষ।

ইউনিসেফের বরাত দিয়ে ব্রিটেনের দ্যা গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এই বন্যায় বাংলাদেশ মারা গেছেন ১১৫ জন আর ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ৫৭ লাখ মানুষ।

ভারতের আসামে মারা গেছেন ১৮০ জন মানুষ। সেখানে কয়েক হাজার পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায়। ভারতের বিহারে মারা গেছেন ২৫৩ জন মানুষ।

এ বন্যায় নেপালে মারা গেছেন ১৪১ জন। দেশটিতে ৩৮ হাজার ঘরবাড়ি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায়।

এই বন্যাকে চলতি বছরের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে রেড ক্রিসেন্ট।

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইসিআরসি) বলছে, বন্যা কবলিত এলাকায় খাদ্য সংকট ও রোগ মারাত্মক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আইসিআরসি’র আঞ্চলিক উপ পরিচালক মার্টিন ফলার বলেছেন, বাংলাদেশ ও নেপালের এক তৃতীয়াংশের বেশি এখন প্লাবিত।

তিনি বলেন, বাংলাদেশ, ভারত ও নেপালের লাখো মানুষ তীব্র খাদ্য সংকটের মুখে পড়েছে। বন্যার দূষিত পানির কারণে রোগে আক্রান্ত হচ্ছে তারা।সূত্র: দ্যা গার্ডিয়ান

(এম আর / ২৩ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)