চিনির পরিমাণ কমাতে পেপসি-কোকা কোলাসহ ৭ কোম্পানিকে সিঙ্গাপুর সরকারের নির্দেশনা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পেপসি-কোকা কোলাসহ সাতটি কোমলপানীয় কোম্পানিকে নতুন নির্দেশনা দিয়েছে সিঙ্গাপুর সরকার।

নির্দেশনায় সরকার বলেছে, তাদের দেশে কোমলপানীয় বিক্রি করতে হলে তাতে চিনির পরিমাণ কমাতে হবে। সরকার যে ৭টি কোম্পানিকে এই নির্দেশনা দিয়েছে তার মধ্যে পেপসি ও কোকা কোলাসহ রয়েছে এফ এন্ড এন ফুডস, মালয়েশিয়া ডেইরি ইন্ড্রাস্ট্রিজ, নেসলে, পোক্কা ও ইয়ো হিয়াপ সেং নামের কোম্পানিগুলো।

জানা যায়, ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে সিঙ্গাপুর। এই লড়াইয়ের ধারাবাহিকতায় দেশটির সরকার সাতটি কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিয়েছে।

গতকাল মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, কোকা কোলা ও পেপসিকোসহ সাতটি পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২০২০ সালের মধ্যে তাদের উৎপাদিত পানীয়ে চিনির পরিমাণ ১২ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে।

সরকারের এই নির্দেশনা জারির পরেই কোকা কোলা জানিয়েছে, ২০২০ সালের মধ্যে তারা পানীয়তে চিনির পরিমাণ ১০ শতাংশ কমিয়ে আনবে।

এক জরিপে দেখা গেছে কোমল পানীয় পান করার মাধ্যমে এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে যেখানে গড়ে প্রতিদিন ৬ গ্রামের কাছাকাছি চিনি মানব দেহে যাচ্ছে সেখানে কেবল সিঙ্গাপুরে একজন ব্যক্তি গড়ে দিনে ১২ গ্রামের কাছাকাছি চিনি গ্রহণ করছেন।

সাম্প্রদায়িক বছরগুলোতে এই হার বাড়তে শুরু করেছে বলেই দেশটির সরকার কোমল পানীয়তে চিনির পরিমাণ কমাতে কড়াকড়ি আরোপ করেছে।

(দীপ্ত/এসএএম/ ২৩ আগস্ট ২০১৭)


Comment As:

Comment (0)