ভারতের মৌলিক অধিকার ‘ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা’

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আজ বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্টে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করাকে নাগরিকদের মৌলিক অধিকার হিসাবে রায় দেয়। সুপ্রিম কোর্টের নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতি এই রায় দেয়া হয়।

রায়ে বলা হয়, জীবন ও স্বাধীনতার অধিকারের সঙ্গে সহজাত ভাবে জড়িয়ে রয়েছে ব্যক্তির গোপনতা রক্ষার অধিকার। সংবিধানের ২১ নম্বর ধারায় জীবনধারণের ও স্বাধীনতার অধিকার রক্ষা করা হয়েছে। ফলে ওই ধারার সঙ্গে সহজাত ভাবে জড়িত ব্যক্তির গোপনতা রক্ষা অধিকারও মৌলিক অধিকারের মধ্যে পড়ে।

আনন্দবাজারের খবরে নতুন এই রায়ের ফলে আধার আইনের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দিল বলা হয়েছে। খবরে বলা হয়েছে, আজ এই রায়ের ভিত্তিতে ভবিষ্যতে আধার সংক্রান্ত নিয়মকানুনও নতুন করে বিচার্য হতে চলেছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জগদীশ সিংহের খেহরের নেতৃত্বে নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চে অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি জে চেলমেশ্বর, বিচারপতি এস এ বোবদে, বিচারপতি আর কে অগ্রবাল, বিচারপতি আর এফ নরিম্যান, বিচারপতি এ এম সাপ্রে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এস কে কল এবং বিচারপতি এস আব্দুল নাজির।

গোপনীয়তার অধিকারের পক্ষে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী প্রশান্ত ভূষণ।

তবে ১৯৫৪ সালে সুপ্রিম কোর্টের আট সদস্যের সাংবিধানিক বেঞ্চে এম পি শর্মা মামলায় রায় দিয়েছিল, ব্যক্তিগত গোপনতা মৌলিক অধিকার নয়।

এরপর ১৯৬২ সালে খরক সিংহ মামলায় একই রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের ছয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ।

আজকের নতুন রায়ের ফলে ওই দু’টি রায় খারিজ হয়ে গেল।

(দীপ্ত/ ২৪ আগস্ট ২০১৭)


Comment As:

Comment (0)