বিভাগীয় শহরে বিএসইসির শিক্ষা সম্মেলন

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিনিয়োগকারীদের বিনিয়োগে জ্ঞানার্জনের জন্য দেশের সব বিভাগীয় শহরে শিক্ষা সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপি বিনিয়োগ শিক্ষার কার্যক্রম উদ্বোধনের আলোকে এই সম্মেলনের আয়োজন করা হবে।

বুধবার (৮ মার্চ) বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো: সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আগামি ৭ এপ্রিল খুলনা বিভাগের সিএসএস আভা সেন্টারে প্রথম বিনিয়োগ শিক্ষা সম্মেলন করবে বিএসইসি। যা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন উদ্বোধন করবেন।

দিনব্যাপি এই সম্মেলন ২টি সেশনে বিভক্ত থাকবে। এক্ষেত্রে প্রথম সেশনটি (সকাল সাড়ে ৯-দুপুর ১২টা) বিনিয়োগকারীদের জন্য এবং দ্বিতীয় সেশনটি (দুপুর ৩টা-বিকাল৫টা) স্থানীয় উদ্যোক্তাদের জন্য আয়োজন করা হবে।

খুলনার স্থানীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা সর্ম্পকে ধারণা প্রদান ও উদ্যোক্তাদেরকে শেয়ারবাজার থেকে পুঁজি সংগ্রহের বিষয়ে বাস্তব জ্ঞানার্জনে সহায়তা করার লক্ষে এই সম্মেলন আয়োজন করা হবে।

সম্মেলন চলাকালে একইস্থানে বিনিয়োগ শিক্ষা মেলার ব্যবস্থা করা হয়েছে। মেলায় শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে বিএসইসি আশা প্রকাশ করছে।

 

(ইউএম/এসএএম/ ০৮ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)