আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ জন নিহত
বিনিয়োগবার্তা ডেস্ক: আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে গতকাল রোববার রাতে সৈন্যদের একটি গাড়ি বহরে এক তালেবান জঙ্গির আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৩ জন নিহত ও আরো অনেকে আহত হয়েছে। সরকারি এক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
প্রাদেশিক গভর্ণরের মুখপাত্র ওমর জোয়াক এএফপি’কে বলেন, ‘আফগান সেনাবাহিনীর একটি গাড়ি বহর হেলমান্দ প্রদেশের নাওয়া জেলার একটি বাজার অতিক্রম করার সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়।’
তিনি আরো জানান, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সৈন্য রয়েছে। হামলায় ১২ জনের বেশী আহত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের পাশে কাজ করা এক সূত্র জানায়, এ হামলায় ১৫ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে এবং আহত আরো ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, নিহতদের বেশীর ভাগই আফগান সৈন্য।
এদিকে সাংবাদিকদের কাছে বার্তা পাঠিয়ে তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
(এমআইআর/ ২৮ আগস্ট ২০১৭)