জাপানের উপর দিয়ে উ. কোরিয়ার ক্ষেপনাস্ত্রের পরীক্ষা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : রাজধানী পিয়ংইয়ং থেকে জাপান উপর দিয়ে সপ্তাহ ব্যবধানে ফের আবার ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে ৫৫০ কিলোমিটার উপর দিয়ে উড়ে ২ হাজার ৭শ কিলোমিটার পথ অতিক্রম করে।
অাজ ছোড়া ক্ষেপণাস্ত্রটি জাপানের উত্তর দিকের শেষ সীমানা হোক্কাইডো দ্বীপের উপর দিয়ে উড়ে গিয়ে পূর্ব জাপান থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার দূরে তিন টুকরা হয়ে সাগরে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রটি উড়ে যাওয়ার সময় উত্তর জাপানে বিমান আক্রমণের সাইরেন বাজানোর সাথে সাথে সেখানকার নাগরিকদেরকে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়।
জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে বলেন, উত্তর কোরিয়ার এ বেপরোয়া পদক্ষেপ আমাদের জাতির নিরাপত্তার জন্য নজিরবিহীন, গুরুত্বপূর্ণ এবং মারাত্মক হুমকি স্বরূপ। আমরা আমাদের নাগরিকদের জীবন রক্ষা করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো।
সিনজো আবে জানান, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং তারা উভয়েই উত্তর কোরিয়ার উপর চাপ বৃদ্ধির ব্যাপারে একমত হয়েছেন।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা উনহাপ জানিয়েছে, মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা উত্তর কোরিয়াকে কঠোর পাল্টা জবাব দেওয়ার বিষয়ে একমত হয়েছেন, যার অন্তর্ভুক্ত হবে অনির্দিষ্ট সামরিক পদক্ষেপ ।
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন নেতা কিম জং-উন এখন পর্যন্ত এক ডজনের বেশি ব্যালিস্টিক পরীক্ষা চালালেও জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে তেমন একটা দেখা যায় না। এর আগে উত্তর কোরিয়া ১৯৯৮ সালে এবং ২০০৯ সালে জাপানের উপর দিয়ে রকেট নিক্ষেপ করেছিল। তবে উত্তর কোরিয়ার দাবি সেগুলো কোন অস্ত্র ছিল না বরং উপগ্রহ নিক্ষেপের জন্য সেগুলো ছোঁড়া হয়েছিল।
আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বিষয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: বিবিসি ও এবিসি নিউস।
(এম আর / ২৯আগষ্ট, ২০১৭)