বিশ্ব বিনিয়োগ সপ্তাহ শুরু ২ অক্টোবর
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশব্যাপী বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৭ শুরু হবে আগামী ২ অক্টোবর। ওইদিন এ কর্মসূচির উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী ৮ অক্টোবর পর্যন্ত বিনিয়োগ সপ্তাহ চলবে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) অনুরোধে সপ্তাহব্যাপী এই কার্যক্রম পরিচালনা করছে বিএসইসি।
দেশব্যাপী বিনিয়োগ সপ্তাহে ডিএসই, ডিবিএ, বিএমবিএ ও অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনসহ অন্য স্টেকহোল্ডাররা অংশ নিবে।
উল্লেখ্য, বিএসইসির ৬০৪তম কমিশন সভায় বিশ্ব বিনিয়োগ সপ্তাহ অর্থাৎ ওয়ার্ল্ড ইনভেস্টর উইক (WIW), ২০১৭ পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিনিয়োগ সপ্তাহে কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ৩, ৪ এবং ৫ অক্টোবর ডিএসইতে ওয়ার্কশপ ও ৫ এবং ৬ অক্টোবর আলোচনা সভা এবং ৮ অক্টোবর বিএসইসিতে সমাপনী অনুষ্ঠান। এর মাধ্যমে শেয়ারবাজারের গুরুত্ব, বিনিয়োগ পদ্ধতিসহ প্রয়োজনীয় বিষয়ে বিনিয়োগকারীদের ধারণা দেয়া হবে।
পুঁজিবাজার সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে এ ধরণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিএসইসি।
(এসএএম/ ১০ সেপ্টেম্বর ২০১৭)