ঢাবিতে ফার্মাসিস্ট দিবস পালিত
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘৭ম বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০১৭’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আজ সোমবার সকালের এই র্যালিতে বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের এমিরেটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সহ-সভাপতি ও ইউনিমেড ইউনিহেলথ্ এর ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেনসহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
(দীপ্ত/২৫ সেপ্টেম্বর ২০১৭)