‘গুজবে কান দিলে ভুল করবেন’

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মাত্র কয়েক দিন সময় আছে, পড়াশোনা করুন। গুজবে কান দেবেন না। দিলে ভুল করবেন।’ এ সময় অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘গুজবে কান দিয়ে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না।’আজ বুধবার সচিবালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত এক সভা শেষে মন্ত্রী এ কথা বলেন।

আগামী ৬ অক্টোবর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট আবেদনকারী ৮২ হাজার ৮৫৬ জন। সরকারি–বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে আসন আছে ৯ হাজার ৩৪৩টি। এর মধ্যে ৩১টি সরকারি মেডিকেল কলেজের আসনসংখ্যা ৩ হাজার ৩১৮।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশে ২০টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় রয়েছে ৫টি কেন্দ্র।

(দীপ্ত/২৭ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)