মুম্বাইয়ে রেল স্টেশনে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু

বিনিয়োগবার্তা ডেস্ক: মুম্বাইয়ের এলফিনস্টোন স্টেশনে গুজবে আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩৬ জন। এঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় এলফিনস্টোন স্টেশনে প্রতি দিনের মতোই যাত্রীদের ভিড় ছিল। পাশাপাশি এ দিন প্রবল বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টি থেকে বাঁচতে বহু যাত্রী স্টেশনের ফুট ওভার ব্রিজে আশ্রয় নেন। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনার পিছনে বেশ কয়েকটি তথ্য উঠে এসেছে। ব্রিজের পাশে টিকিট কাউন্টারে শর্ট সার্কিট হয়েছে বলে গুজব ছড়ায়।
আবার যাত্রীদের কেউ কেউ জানিয়েছেন, ব্রিজ ভেঙে পড়েছে, এমন গুজবও ছড়ায়। ফলে ভিড়ে ঠাসা ব্রিজের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের বাঁচাতে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ব্রিজটি সরু হওয়ায় বিপত্তি আরও বাড়ে।

এক রেলযাত্রী জানিয়েছেন, দুর্ঘটনার ঠিক আগেই চারটি ট্রেন এক সঙ্গে স্টেশনে ঢোকে। ফলে ভিড় বাড়ে। পরিস্থিতি আরও জটিল হয়।
তবে আসল কারণ কী সে বিষয় স্পষ্ট নয় বলে মুম্বাই পুলিশ জানিয়েছে। রেলের মুখপাত্র অনিল সাক্সেনা জানিয়েছেন, বৃষ্টিতে অনেক মানুষ অপেক্ষা করছিলেন। সরু ব্রিজের মধ্যে এক সঙ্গে প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন। ট্রেন ধরার জন্য তাড়াহুড়া করতেই পদপিষ্টের ঘটনা ঘটে।

মহারাষ্টের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস বলেন, ‘রেল মন্ত্রণালয় ও রাজ্য সরকার এই দুর্ঘটনার যৌথ তদন্ত করবে।’
মৃতদের পরিবারের জন্য ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মর্মান্তিক ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। পাশাপাশি, রেলমন্ত্রী পীযূষ গয়ালকে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

(এমআইআর/ ২৮ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)