বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা দূত ক্রিকেটার সাকিব আল হাসান

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে  এ বিষয়ে তার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি সংস্থাটির আগারগাঁয়ের নিজস্ব কার্যালয়ে এ চুক্তি সম্পন্ন হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়,  কমিশনের ৬১২তম সভায় সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এরপর বিএসইসি গত বৃহস্পতিবার বিশ্বসেরা এই অলরাউন্ডারের সঙ্গে একটি চুক্তি সই করে কমিশন। আগামী ২ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কতৃক আয়োজিত ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ (World Investor Week)- এর উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব আল হাসানের উপস্থিতিতে অর্থমন্ত্রী এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

জানা গেছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (IOSCO) দেশের বিখ্যাত রাজনীতিবিদ, পেশাজীবি, খেলোয়ার বা নামীদামী ব্যক্তিকে শুভেচ্ছা দূত হিসেবে নেওয়ার অনুরোধ জানিয়েছে। এরই অংশ হিসেবে সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়েছে কমিশন।

বিএসইসির আমন্ত্রণ গ্রহণ করায় কমিশন সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় বলা হয়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (IOSCO) ঘোষিত ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ (২- ৮ অক্টোবর ২০১৭)’ – বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে সারা দেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম-এর “ব্রান্ড এম্বাস্যাডর’ হিসেবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আগমন এবং ‘ব্রান্ড এম্বাস্যাডর’  হিসেবে কমিশনের আমন্ত্রণ গ্রহণ করবার জন্যে আমরা তাকে অভিনন্দ জানাচ্ছি।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন, কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী ও আমজাদ হোসেন এবং নির্বাহী পরিচালক মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(এসএএম/ ২৯ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)