রোহিঙ্গা ইস্যুতে ভারতের মধ্যস্থতা করার ‘পরিকল্পনা নেই’
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভারত সরকার রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে মধ্যস্থতা করার ক্ষেত্রে কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সংকট সমাধানে ভারত বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যস্থতাকারী হিসেবে কোনো কাজ করবে না।
তবে রাশিয়ান এ সংবাদ মাধ্যমটি এ খবরের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার উদ্বৃতি উল্লেখ করেনি।
রোহিঙ্গা সংকট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গত শুক্রবার ভারত পুনরায় বাংলাদেশকে সহায়তা দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার জানান, ভারত মানবিক দিক দিয়ে এ সহায়তা দিচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আরও সহায়তা দেওয়া হবে।
মিয়ানমার সেনাদের নির্যাতন থেকে বাঁচতে সহিংসতাপূর্ণ রাখাইন থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।
জাতিসংঘের তথ্য মতে, ২৫ আগস্টের পর এ পর্যন্ত বাংলাদেশে প্রায় ৫ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
সূত্র : স্পুটনিক নিউজ, বিজনেস স্ট্যান্ডার্ড
(দীপ্ত/ ১ অক্টোবর, ২০১৭)