সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ভারপ্রাপ্ত উপাচার্যের অপসারণ, চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল এবং শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা বাস্তবায়নের দাবিতে সাউথইস্ট ইউনিভার্সিটির বনানী শাখার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছেন। আজ সোমবার সকাল নয়টা থেকে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে তাঁরা অবস্থান নেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বিবিএর ৪র্থ বর্ষের এক ছাত্র বলেন, ভারপ্রাপ্ত উপাচার্য এ এন এম মেশকাত উদ্দিনের পিএইচডি ডিগ্রি ভুয়া। এরপর পদোন্নতি দিতে হবে এমন ১২ জন শিক্ষককে এক সপ্তাহের মধ্যে চাকরিচ্যুত করা হয়। ফলে তাঁদের এখন গেস্ট টিচার দিয়ে ক্লাস করতে হয়।

এ ছাড়া ভর্তির সময় তাঁদের যেসব সুযোগ-সুবিধার (ক্যানটিন, ওয়াইফাই, কম্পিউটার ল্যাব) কথা বলা হয়েছিল, তা এখনো দেওয়া হয়নি। তাই নয় মাস ধরে দায়িত্বে থাকা উপাচার্যের অপসারণ ও চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল এবং শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা বাস্তবায়নের দাবিতে আজকের এ বিক্ষোভ।

দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) ফখরুদ্দিন আহমেদ আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসে তাঁদের প্রতিশ্রুতি দেওয়া সব সুযোগ-সুবিধার দাবি এক মাসের মধ্য বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় শিক্ষার্থীরা হাততালি দিয়ে স্বাগত জানান। তবে অন্য দুই দাবিতেও তাঁরা অনড়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার ফখরুদ্দিন আহমেদ বলেন, উপাচার্যের বিষয়ে যে অভিযোগ, তা নিয়ে মামলা হয়েছিল, তা খারিজ হয়ে গেছে। এই অভিযোগ মিথ্যা। আর ২০ শিক্ষককে বরখাস্তের বিষয়টি অসত্য। রিসার্চ পেপারের কপি, শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর কথা বলে টাকা আদায়—এসব অভিযোগে ৭ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

(এম আর / ২ অক্টোবর, ২০১৭)


Comment As:

Comment (0)