পাঠ্যবইয়ে ‘বিনিয়োগ শিক্ষা’ অন্তর্ভূক্ত করার দাবি বিএসইসি চেয়ারম্যানের

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আগামীতে পাঠ্যবইয়ে যেন বাংলাদেশের শেয়ারবাজার সম্পর্কে বিভিন্ন তথ্যমূলক বিশ্লেষণধর্মী লেখা এবং বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন শিক্ষা লিপিবদ্ধ করা হয় সেজন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।

তিনি বলেন, শ্রীলঙ্কায় ৮ম শ্রেণীর পাঠ্যবইয়ের মাধ্যমে শেয়ার মার্কেট সম্পর্কে শিক্ষা দেয়া হচ্ছে। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এ ধরনের কোনো সুযোগ নেই। তাই আগামীতে পাঠ্যবইয়ে যেন বাংলাদেশের শেয়ারবাজার সম্পর্কে বিভিন্ন তথ্যমূলক বিশ্লেষণধর্মী লেখা যেন লিপিবদ্ধ করা হয় সেজন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।

সোমবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্যে তিনি এ আহবান জানান।

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান বলেন, ২০১০ সালে শেয়ারবাজারে যে মন্দাবস্থা তৈরি হয়েছিল বর্তমান অর্থমন্ত্রীর হাত ধরেই এই বাজার স্থিতিশীল পর্যায়ে এসেছে। বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা প্রদানের জন্য ফিন্যান্সিয়াল লিটারেসি চালু করা হয়েছে। এই কার্যক্রমকে আরো এগিয়ে নিতে বিশ্বের ৮১টি দেশে বিনিয়োগ সপ্তাহ পালিত হচ্ছে এবং তার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ।

বিএসইসি চেয়ারম্যান বলেন, সকলের সহযোগিতা অব্যাহত থাকলে এবং বাজারের বিনিয়োগকারীরা শিক্ষিত ও সচেতন হলে আগামী অল্প কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের পুঁজিবাজার জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রাখবে। সেই লক্ষ্যে সবাইকে কাজ করার আহবান জানান তিনি।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমানর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) মো: ইউনুসুর রহমান। এছাড়া বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের শুভেচ্ছা দূত হিসাবে জাতীয় দলের ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনান্যের মধ্যে ফিনান্সিয়াল রিপোটিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান, আইডআরএ চেয়ারম্যানসহ পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০২ অক্টোবর ২০১৭)

 


Comment As:

Comment (0)