মুক্তি পেল ‘বাহুবলী দ্য কনক্লুশান’-এর নতুন পোস্টার
বিনিয়োগবার্তা ডেস্ক: মুক্তি পেয়েছে ‘বাহুবলী দ্য কনক্লুশান’-এর নতুন পোস্টার। সম্প্রতি টুইট করে পোস্টার মুক্তির কথা জানিয়েছেন পরিচালক এসএস রাজামৌলি।
পোস্টারে দেখা যাচ্ছে, শিশু বাহুবলীকে কোলে নিয়ে হাসছেন কাটাপ্পা। তার ঠিক নিচেই রয়েছে সেই ক্লাইম্যাক্স মুহূর্ত, যেখানে বড় হওয়ার পর বাহুবলীকে খুন করছেন কাটাপ্পাই। কেন এই খুন? তার উত্তর নাকি পাওয়া যাবে এই ছবিতেই।
চলতি বছরের ২৮ এপ্রিল মুক্তি পেতে পারে ছবিটি। এর আগে ২০১৫-এ মুক্তি পেয়েছিল ‘বাহুবলী’। আর ‘বাহুবলী দ্য কনক্লুশান’ বক্স অফিসে বেশি সাফল্য পাবে বলে প্রত্যাশা করছেন সবাই।
(এমআইআর/ ১৩ মার্চ ২০১৭)