ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে ফার্স্ট ক্যাপিটালের প্রশিক্ষণ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ফিনান্সিয়াল লিটারেসি ও টেকনিক্যাল এনালাইসিস ট্রেনিং প্রোগ্রাম সম্পন্ন করেছে ফার্ষ্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড। চট্টগ্রামের আগ্রাবাদে প্রতিষ্ঠানটির আইয়ুব ট্রেড সেন্টারে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
গত ৮ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন দেশব্যাপী ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের শুভ উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই কার্যক্রমের অংশ হিসেবে ফার্ষ্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড এ প্রোগ্রামটি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্ষ্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড এর সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা কাউসার আল মামুন, প্রধান প্রশিক্ষক তৌফিক কামাল, চট্টগ্রাম শাখা প্রধান দীপক চন্দ্র পাটোয়ারী ও সহকর্মী ডনেল বাড়ৈ এবং আশেক ই-খোদা।
কাউসার আল মামুন বলেন, শেয়ারবাজারে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, যে শেয়ারবাজারে বিনিয়োগের পূর্বে অবশ্যই কোম্পানির আর্থিক অবস্থা দেখে নেয়া উচিত, সাথে সাথে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কেও প্রত্যেক বিনিয়োগকারীর সম্যক জ্ঞান থাকা দরকার। শেয়ারবাজারে বিনিয়োগের পূর্বে এই সমস্ত জ্ঞান অর্জন করলে বিনিয়োগের জন্য স্টক সিলেকসান, টাইম সিলেকশান এবং এক্সিট সহজ হয় নতুবা বিনিয়োগের পরে দীর্ঘ সময় শেয়ারবাজারে পূঁজি আটকে থাকার সম্ভাবনা থাকে। এছাড়াও তিনি ফার্ষ্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড এর বিভিন্ন প্যাকেজ যেমন – রমণীয়া, তারুণ্য, প্রবাসী ইত্যাদি সম্পর্কে আলোকপাত করেন এবং ফার্ষ্ট ক্যাপিটাল কর্তৃক বিভিন্ন সেবা সমূহের উল্লেখ করেন।
পরিশেষে তিনি বলেন যে শেয়ার বাজারে নতুন বিনিয়োগকারীদের জন্য ঋণ নিয়ে বিনিয়োগ করা অধিক ঝুঁকিপূর্ণ, তাই তিনি নতুন বিনিয়োগকারীদের ঋণ না নেয়ার পরামর্শ দেন।
প্রশিক্ষক তৌফিক কামাল শেয়ার বাজারে বিনিয়োগের উপর কোম্পানীর আর্থিক অবস্থা, পি/ই রেশিও, ই পি এস, ডিভিডেন্ড ইল্ড, রিটার্ন অন ইকুইটি বিষয়ের উপর বিস্তারিত আলোকপাত করেন।
সর্বশেষ প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে সর্বমোট ৫২ জন বিনিয়োগকারী উপস্থিত ছিলেন। তারা প্রচুর উৎসাহ উদ্দীপনার মাঝে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং আগামীতে নিয়মিতভাবে প্রোগ্রাম চালু রাখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ করেন।
(এসএএম/ ১৯ মার্চ ২০১৭)