ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ার দায়ে অভিযুক্ত ১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকালে শৃঙ্খলা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিযুক্ত শিক্ষার্থীদের বিষয়ে আলোচনা করে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে উপাচার্য আখতারুজ্জামান বলেন, বিভিন্ন বিভাগের এই ১৫ শিক্ষার্থী ২০১৬ সালে জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
সিআইডি পুলিশ, গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধানে ১৫ জনের জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়েছে। সিন্ডিকেটের সভায় এই সুপারিশ কার্যকর করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, শৃঙ্খলা পরিষদের সুপারিশই চূড়ান্ত। এটা আনুষ্ঠানিক ভাবে কার্যকর করা হবে।

(এমআইআর/ ০৪ জানুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)