পরলোকে ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রায় পরলোক গমন করেছেন।
শনিবার বিকেল ৪টার দিকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অব্স্থায় তার মৃত্যু হয়।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঐশ্বরিয়ার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হাসপাতালটির চিকিৎসক রবিশঙ্কর।
খবরে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কৃষ্ণরাজ। সর্বশেষ হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় গত সপ্তাহে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই প্রাণত্যাগ করেন তিনি।
(এসএএম/ ২০ মার্চ ২০১৭)