অর্থনীতি ও পুঁজিবাজারের বিশ্লেষণ নিয়ে সিএসই’র মেলায় ব্র্যাক ইপিএল’র সফল অংশগ্রহন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গতিশীল অর্থনীতির বর্তমান পরিস্থিতি, পুঁজিবাজারের বিভিন্ন খাত ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের কৌশল এবং উপকারিতা সম্পর্কে নানামুখী আলোচনা নিয়ে ৬তম ক্যাপিটাল মার্কেট ফেয়ার-২০১৮ এ হাজির হয়েছিল দেশের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউজ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
৬ষ্ঠ বারের মতো এ মেলাটির আয়োজন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই। চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে পহেলা ফেব্রুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনব্যাপি অনুষ্ঠিত হয়ে বর্ণাঢ্য এ মেলা।
মেলায় ‘অ্যানালিস্ট কর্নার’ নামক দৃষ্টিনন্দন একটি স্টল নেয় ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
মেলার প্রথম দিন নন্দিত এ কর্নারটির শুভ উদ্বোধন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান।
অ্যানালিস্ট কর্নারে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য ছিল ফ্রি সেমিনারে অংশগ্রহণের সুযোগ। এসব সেমিনারে বিনিয়োগকারীরা পুঁজিবাজার ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের সমাধান পেয়েছেন। সেমিনারের শুরু থেকেই তা আগ্রহীদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়।
প্রতি ২ ঘণ্টা অন্তর অনুষ্ঠিত একেকটি সেমিনারে সভা আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ইপিএলের রিসোর্স বিভাগের প্রধান খন্দকার সাফওয়ান সাদ, ডেপুটি হেড আয়াজ আহমেদ খান, অ্যাসোসিয়েট কাজি রাকিবুল হক ও এস এম সামিউজ্জামান।
সেমিনারে বক্তারা বাংলাদেশ অর্থনীতির অবস্থা, পুঁজিবাজারের বিভিন্ন খাতের পরিস্থিতি, দীর্ঘমেয়াদে বিনিয়োগের উপকারিতা, কৌশল এবং সুফল, পুঁজিবাজারের ভবিষ্যৎ সম্ভাবনা ও বিনিয়োগের বিভিন্ন দিক, ঝুঁকি ও তা মোকাবেলার কৌশলের উপর আলোকপাত করেন।
ব্র্যাক ইপিএলের আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক কাজী মনসুরুল হক বলেন, “পুঁজিবাজারে যেহেতু ঝুঁকির সম্ভাবনা বিদ্যমান, তাই বিনিয়োগের নিরাপত্তা স্বার্থে সকলের পুঁজিবাজার ও অর্থনীতি সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত বলে আমি বিশ্বাস করি। আর এসব বিষয়ে ধারণা দিতেই আমাদের এই আয়োজন।’
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরীফ এম এ রহমান বলেন, প্রতিবারের মতো এবার আমরা মেলায় অংশ নিয়েছি। এবার আমাদের স্টল ‘অ্যানালিস্ট কর্নারে’ বিনিয়োগকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জ্ঞান বৃদ্ধি ও সচেতনতা তৈরীতে ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।
তিনি বলেন, শুধু সিএসইর মেলা নয়; ব্র্যাক ইপিএল দেশের পুঁজিবাজার ও অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সকল আয়োজনেই স্বতফূর্ত অংশগ্রহন করে আসছে। এসব কাজে সম্পৃক্ত থেকে আমরা দেশে শিক্ষিত ও সচেত বিনিয়োগকারী সৃষ্টিতে ভূমিকা রাখছি।
(এমআইআর/এসএএম/ ০৭ ফেব্রুয়ারি ২০১৮)