নিকি কারো’র পরিচালনায় মুক্তি পাচ্ছে “দ্য জু কিপার্স ওয়াইফ”

বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকা।বাস্তব সম্মত উপন্যাসের প্রেক্ষিতে নির্মিত হয়েছে এই ছবিটি।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এক সাধারণ কিন্তু বাস্তবধর্মী গল্প নিয়ে একটি উপন্যাস লিখেছিলেন ডায়ান অ্যাকারমান। জার্মানি যখন পোল্যান্ড আক্রমণ করে তখন নাৎসি বাহিনীর হাত থেকে প্রায় ৩০০ ইহুদিকে বাঁচাতে এক প্রতিরোধ গড়ে তোলে আনতোনিয়া জাবিনস্কি নামের এক মহিলা ও তার স্বামী।

ইহুদিদের বাঁচাতে পারলেও বাহিনীর হাত থেকে নিজেদের সম্পত্তি শেষে বাঁচাতে পারেনি।

এরকমই একটি কাহিনী নিয়ে লেখা উপন্যাসটি আন্তর্জাতিক বাজারে সর্বাধিক বিক্রিত বইদের তালিকায় ছিলো।

নিকি কারো’র পরিচালনায় এতে অভিনয় করেছে জেসিকা চ্যাসটেইন, জোহান হেলডেনবার্গ, মাইকেল ম্যাকেলহাটন, ড্যানিয়েল ব্রুল প্রমুখ। আগামী ৩১ মার্চ মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

(আর,কে/২২ মার্চ,২০১৭)


Comment As:

Comment (0)