রাশিয়ায় পাতাল রেলে বিস্ফোরণে নিহত ১০
বিনিয়োগবার্তা ডেস্ক: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের দুটো পাতাল রেল স্টেশনে বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৩ এপ্রিল) এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। তারা জানায়, এ ঘটনায় ৫০ জনের মত আহত হয়েছে।
সামাজিক গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে সেনায়া একটি স্টেশনে একটি রেলের কামরার দরজা উড়ে গেছে এবং আশেপাশে আহত-নিহতরা পড়ে রয়েছে। আক্রান্ত অন্য স্টেশনটির নাম টেকনোলজিস্কি ইনস্টিটিউট। দুটো স্টেশনই শহরের কেন্দ্রে।
দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন সোমবার (৩ এপ্রিল) সকালেও সেন্ট পিটার্সবার্গে ছিলেন। তবে এখন তিনি শহরের বাইরে।
তিনি বলেছেন, এটা সন্ত্রাসী হামলা হতে পারে, তবে অন্যান্য কারণও দেখা হচ্ছে।
এ ঘটনায় সেন্ট পিটার্সবার্গের পাতাল রেল ব্যবস্থা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে মস্কো মেট্রোর কর্মকর্তারা জানিয়েছেন তারা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন।
(এমআইআর/ ০৪ এপ্রিল ২০১৭)