ছে‌লের স্বীকৃ‌তি দেয়াতেই খু‌শি, অামা‌কে দি‌তে হ‌বে না: অপু বিম্বাস

প্র‌তি‌বেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ছেলে‌ অাব্রাহাম খান জয়‌কে শা‌কিব খান স্বীকৃ‌তি দি‌য়ে‌ছে, অা‌মি এটা‌তেই খু‌শি। অামার স্বীকৃ‌তি দি‌তে হ‌বে না। অামার অ‌র্জিত প‌রিচ‌য়েই অা‌মি বা‌কি‌ জীবনটা কা‌টি‌য়ে দি‌তে পার‌বো।

মঙ্গলবার রা‌তে এক‌টি বেসরকা‌রি টি‌ভি চ্যা‌নে‌লের সংবাদ পর্যা‌লোচনামূলক অনুষ্ঠান একাত্তর জার্না‌লে নিজ বাসায় লাই‌ভে অংশ নি‌য়ে এসব কথা ব‌লেন চিত্র না‌য়িকা অপু বিশ্বাস।

ত‌বে এর ১০ মি‌নিট অা‌গে ফো‌নো লাই‌ভ থে‌কে সং‌যোগ বি‌ছিন্ন ক‌রে‌ন শা‌কিব খান।

এর অা‌গে সোমবার বি‌কে‌লে বেসরকা‌রি টি‌ভি চ্যা‌নে‌ল নিউজ২৪-এ লাইভে এসে শা‌কিব খান‌কে স্বামী ও তার সন্তা‌নের বাবা দা‌বি ক‌রেন অপু বিশ্বাস।

প্রায় ঘণ্টাব্যাপী সরাস‌রি সম্প্রচার করা এই অনুষ্ঠা‌নে শা‌কি‌বের প্র‌তি তার প্র‌তি অব‌হেলাসহ অসংখ্য অ‌ভি‌যোগ তু‌লে ধ‌রেন।

ক‌বে কোথায় কীভাবে তা‌দের বি‌য়ে হ‌য়ে‌ছিল সে‌টিও তি‌নি জানান এই অনুষ্ঠা‌নে।

এরপর থে‌কে দেশব্যাপী সমা‌লোচনার মু‌খে প‌ড়েন চিত্রনায়ক শা‌কিব খান।

বিষয়‌টি এখন টক অব দ্য কা‌ন্ট্রি‌তে প‌রিণত হয়ে‌ছে।

(এসএএম/ ১১ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)