অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান: শাকিব
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: অবশেষে অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন শাকিব খান। সন্তান আব্রাহাম খান জয়কে তো আগেই মেনে নিয়েছেন।
শাকিব বলেন, ‘চিত্রনায়িকা অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান। অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক। গতকাল আমি রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি।’
এদিকে সকালে সংবাদ সম্মেলন করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কখন বললাম, সংবাদ সম্মেলন করবো? আমি তো কাউকে সংবাদ সম্মেলন করার কথা বলি নি। একটা চক্র আমার বিরুদ্ধে লেগেছে। তারা অপুকে উস্কে দিয়ে এসব করিয়েছে। ক্ষতি করার জন্য তো কাছের লোকের দরকার হয়।’
ঢাকাই ছবির এই জনপ্রিয় নায়ক বলেন, ‘বাচ্চাটা তো আমার, ওয়াইফও আমার। বাচ্চা তো অবৈধ নয়। আমরা বিয়ে করেছি। আমাদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে। এটাকে ব্যবহার করে আমার ক্ষতি করার চেষ্টা করেছে একটা মহল। কারা উস্কে দিয়ে এই কাজটি করিয়েছে আমি নিজেও জানি। অপু হয়তো এখন বুঝতে পারছে জিনিসটা ভুল হয়ে গেছে।’
শাকিব বলেন, ‘আমি আমার ছেলেকে এভাবে দেখতে চাই নি। তাই রাগের মাথায় অনেক কথা বলে ফেলেছি। কোন মানুষ যখন সাকসেসফুল হয়, তখন তার পেছনে একটা অদৃশ্য শক্তি পেছনে লাগে তার ক্ষতি করার জন্য। এটা আমার ক্ষেত্রেও হয়েছে। পৃথিবীর সবার ক্ষেত্রে হয়।
সব কিছু ভুলে নতুনভাবে সামনে এগিয়ে যেতে চান এ নায়ক।
তিনি বলেন, গতকাল দিনটা অমার অনুকূলে ছিলো না। ইনশাল্লাহ আজকে থেকে আবার আমাদের সুন্দর দিন শুরু হয়ে যাবে।’
এদিকে এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি যা করেছি সন্তানের মুখের দিকে তাকিয়ে করেছি। কেউ আমাকে দিয়ে এটা করায় নি। শাকিব আমাকে আমার সন্তানকে মেনে নিয়েছে। এখন আমি মাথা উঁচু করে চলতে পারবো। এতেই আমি খুশি। আমার আর কোন ভাষা নেই। আমি অনেক বেশী ভালোবাসি আমার পরিবারকে। আমার স্বামী, সন্তানকে পেয়েছি। এতেই আমি খুশি। আমি কোন ফাঁদে পা দিয়ে নয়, নিজের ইচ্ছাতেই মিডিয়ার কাছে গিয়েছি।’
(এসএএম/ ১১ এপ্রিল ২০১৭)