শাকিব-অপুর ছেলের নামে ফেসবুক অ্যাকাউন্টে অসংখ্য পেজ
বিনিয়োগবার্তা ডেস্ক: দীর্ঘদিন আড়ালে থাকলেও শাকিব-অপুর ৯ বছরের গোপন দাম্পত্য জীবন এখন প্রকাশ্যে। অনেক ঘটনা আর সমালোচনার পর স্ত্রী-পুত্রকে স্বীকৃতি দিয়েছেন শাকিব। সবার কাছে দোয়াও চেয়েছেন স্ত্রী-পুত্রের জন্য।
বিয়ের খবর ফাঁস হওয়ার পর মানুষ জানতে পারে তাদের একটি সন্তান রয়েছে। নাম আব্রাহাম খান জয়। আর ফুটফুটে শিশুটিকে নিয়ে দেশের মানুষেরও আগ্রহ কম তৈরি হয়নি।
তবে কে বা কারা শাকিব-অপুর সন্তানের নামে ফেসবুক অসংখ্য অ্যাকাউন্ট ও পেজ খুলেছেন। আব্রাহাম খান জয়ের নামে এসব ফেসবুক আইডির বেশিরভাগ গত একদিনের মধ্যে খোলা হয়েছে।
অপুর দেয়া তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে জন্ম জয়ের। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। বিয়ের ৯ বছর পর খবরটি ফাঁস করেন অপু।
(এমআইআর/ ১৩ এপ্রিল ২০১৭)