বর্ষবরণে নরসিংদী জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

মো: শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদী প্রতিনিধি: বাংলা-১৪২৪ বর্ষবরণে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে নরসিংদী জেলা প্রশাসন। জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস নরসিংদীবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছাসহ জেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠান সফল করার জন্য সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন।

নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকার ন্যায় নরসিংদীতে বিভিন্ন স্থানে আয়োজন করা হয বৈশাখী মেলার। বৈশাখী মেলা আমাদের গ্রাম বাংলার আদি ঐতিহ্য লালন করে প্রতি বছর শহর-নগর গ্রামগঞ্জে উৎসব মুখর হয়ে বাঙালির প্রাণে দোলা দেয়।

নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বাধনহারা চত্বরে ১৩ এপ্রিল ৩০ চৈত্র ১৪২৩ সন্ধ্যা সাড়ে ৭টায় গানের হাট। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ নরসিংদী সদর উপজেলা পরিষদ মাঠে নববর্ষ উৎসব উদ্বোধন ও প্রভাতী অনুষ্ঠান সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বাউল গান অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। মুক্তধারার পরিবেশনায় সকাল ১০টায় নাটক ।

অপর দিকে নরসিংদী সদর উপজেলা পরিষদ মাঠ থেকে নরসিংদী সরকারি কলেজ পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা বের করা হবে সকাল ১১টায়। নরসিংদী সদর উপজেলা পরিষদ মাঠে শিশু একাডেমির পরিবেশনায় বিকাল সাড়ে ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। ব্যান্ডদলের পরিবেশনায় বিকেল ৪টায় ব্যান্ড সংগীত অনুষ্ঠিত হবে। শিল্পকলা একাডেমি (নতুন ভবনে) সন্ধ্যা ৭টায় যাত্রাপালা অনুষ্ঠিত হবে।

১৫ এপ্রিল ২ বৈশাখ নরসিংদী সদর উপজেলা পরিষদ মাঠে সকাল ১১টায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, সকাল সাড়ে ১১টায় গ্রামীণ খেলাধুলা, বিকেলে শিল্পকলা একাডেমি ও বাঁধনহারার পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একই দিন সন্ধ্যায় নরসিংদী শিল্পকলা একাডেমি (নতুন ভবনে) যাত্রাপালা অনুষ্ঠিত হবে।

নরসিংদীর ৬টি উপজেলায় পৃথক পৃথকভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হবে বলেও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

(এসএইচআর/ এসএএম/ ১৩ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)