এবার অসুস্থ হয়ে হাসপাতালে বুবলি
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চিত্রনায়িকা বুবলি অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুবলির বড় বোন নাজমিন মিমি এ তথ্য নিশ্চিত করেন।
বুবলির বোন মিমি বলেন, ‘গত কয়েক দিন ধরেই বুবলি শারীরিকভাবে অসুস্থ ছিল। তিন দিন ধরে জ্বরে ভুগছিল বুবলি। গতকাল সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ ছবির মহরতে অংশ নেন বুবলি। মহরত অনুষ্ঠানের পর হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসি।
ডাক্তার বলেছেন, প্রেসার কমে গেছে। আরও পরীক্ষা করা হচ্ছে। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবে। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন।
(এসএএম/ ১৫ এপ্রিল ২০১৭)