হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বুবলী

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ভাইরাস জ্বরে আক্রান্ত ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। অসুস্থ শরীর নিয়ে তিনি গতকাল পহেলা বৈশাখে নতুন ছবির মহরতে অংশ নিয়েছিলেন। সেখানে গিয়ে রক্তচাপ কমে যায় তার। বাধ্য হয়ে ভর্তি হন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে।

তবে এখন কিছুটা সুস্থ আছেন বুবলী। আজ শনিবার তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। বুবলীর বড় বোন সংগীতশিল্পী মিমি এ তথ্য জানান। তিনি বলেন, ‌‘জ্বর আর রক্তচাপ কমে যাওয়ায় সমস্যায় দুর্বল হয়ে পড়েছিল বুবলী। তবে সবার দোয়ায় সে এখন ভালো আছে। তাকে আজ শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে বাসায় নিয়ে বাসায় নিয়ে এসেছি। কয়েকদিন বিশ্রামে থাকলে সব ঠিক হয়ে যাবে।’

বুবলী কাজ করতে যাওয়া নতুন ছবির নাম ‘রংবাজ’। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান।

মূলত এ অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় উপস্থিত হবার পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিচালক রনি তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। কিছুক্ষণ পরই সেখানে যান বুবলীর বড় বোন সংগীতশিল্পী নাজনীন মিমি। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায় তার জ্বর ও ফলে শরীর দুর্বল হয়ে পড়ে।

(এসএএম/ ১৫ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)