রংপুর চেম্বারের এজিএম অনুষ্ঠিত
রংপুর প্রতিনিধি, বিনিয়োগবার্তা: রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বার প্রেসিডেন্ট মো. আবুল কাশেম।
সভায় বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচি মোতাবেক বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও প্রেসিডেন্ট কর্তৃক বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়।
সভায় ২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন রংপুর চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিটের কমান্ডার ও এফবিসিসিআই পরিচালক মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, ভিন্নজগত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম কামাল, রংপুর চেম্বারের সাবেক পরিচালক মো. ফজলুল হক, মো. মগরব আলী, রংপুর চেম্বারের সাধারণ সদস্য সোহেল মোহাম্মদ নূর-ই-এলাহী, মো. রাশেদ রানা রাসু, মো. রুহুল আমিন, মো. আজিজুল্যাহ, মো. হারুন অর-রশিদ, মো. শাহজাহান মিয়া। বক্তারা রংপুর চেম্বারের কর্মকাণ্ডকে আরও বেশি গতিশীল ও ত্বরান্বিত করতে গঠনমূলক প্রস্তাব রাখেন।
সভাপতি আবুল কাশেম তার বক্তব্যে বলেন, শিল্পের সম্প্রসারণ ও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সার্বিক সহযোগিতা করাই রংপুর চেম্বারের মূল উদ্দেশ্য। এছাড়া রংপুর জেলার ব্যবসা-বাণিজ্য ও শিল্পের উন্নয়ন, সম্প্রসারণ এবং ব্যবসায়ী সমাজের নানামুখী সমস্যা সমাধানে রংপুর চেম্বার অতীতের ন্যায় বর্তমানেও নিরন্তর কর্ম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তিনি চেম্বারের গতি আরও ত্বরান্বিতকরণে রংপুরের ব্যবসায়ী সমাজের সার্বিক দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
(এমএ/ এসএএম/ ২২ এপ্রিল ২০১৭)