শঙ্কামুক্ত অভিনেতা মাসুম আজিজ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গুণী অভিনেতা মাসুম আজিজ। বর্তমানে তাকে বারডেম হাসপাতালের সিসিউতে চিকিৎসকের নিবিড় তত্বাবধানে রাখা হয়েছে।
মাসুম আজিজের ছেলে উৎস জামান রবিবার দুপুরে জানান, ‘রবিবার সকালে এনজিওগ্রামের রিপোর্ট পাওয়া গেছে। দুটো ব্লক ধরা পড়েছে। এখন বাইপাস সার্জারি করা হবে নাকি রিং পড়ানো হবে সেটা নিয়ে চিকিৎসকেরা আলোচনা করছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।’
দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভূগছিলেন মঞ্চ ও টেলিভিশনের অভিনেতা মাসুম আজিজ। গত(২১ এপ্রিল) শুক্রবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিউ-তে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন মাসুম আজিজ। ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি চারশ’র বেশি নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন মাসুম আজিজ।
(ইউএম/ ২৩ এপ্রিল ২০১৭)