লাকী আখান্দের মৃত্যুতে মন্ত্রিসভার শোক
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জনপ্রিয় গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।
সচিবালয়ে সোমবার (২৪ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রকাশ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত লাকী আখান্দ (৬১) গত ২১ এপ্রিল মৃত্যুবরণ করেন।
শফিউল আলম বলেন, ‘মন্ত্রিসভা লাকী আখান্দের মৃত্যুতে শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করে। এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘লাকী আখন্দ ১৯৫৬ সালের ১৮ জুন ঢাকার আরমানিটোলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৩ থেকে ৬৭ সাল পর্যন্ত শিশু বয়সে রেডিও শিল্পী হিসেবে বিভিন্ন সংগীতানুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন। ১৪ বছর বয়সেই তিনি এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সংগীত পরিচালক নিযুক্ত হন।’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে তিনি মাত্র ১৫ বছর বয়সে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান করেন।’
‘কিংবদন্তি এ সংগীত শিল্পীর সুরারোপিত গান মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করত। স্বাধীনতা পরবর্তী কালে দেশে সংগীতের নতুন ধারা প্রবর্তনের লক্ষে উদ্যোগ গ্রহণ করেন এ শিল্পী।’
লাকী আখান্দ দেড় হাজারেরও বেশি গানে সুরারোপ করেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকীর ‘ঘূড্ডি’ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন।’
(এমআইআর/ ২৪ এপ্রিল ২০১৭)