আবদুল মান্নান ভূঁইয়ার সহধর্মিণী আর নেই

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়ার সহধর্মিণী ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মরিয়ম বেগম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি ২০২১) বিকেল ৩টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ভূঁইয়া অনিন্দ্য মোহাইমেন ও ভূঁইয়া নন্দিত নাহিয়ানকে রেখে গেছেন।
গতকাল বাদ এশা জানাজা শেষে রাতেই তাকে রাজধানীর রায়েরবাজারে বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়।
তার ছোট ছেলে ভূঁইয়া নন্দিত নাহিয়ান (সজন) একাদিক গণমাধ্যমকে বলেন, ‘আম্মা ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার অসুস্থবোধ করায় দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।’
অধ্যাপক মরিয়ম বেগম ১৯৪৮ সালের ৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন। কৃতী ছাত্রী হিসেবে পরিচিত মরিয়ম বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে অধ্যাপনায় যোগ দেন।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক মরিয়ম বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
(এসএএম/০৯ ফেব্রুয়ারি ২০২১)