Responsive image
সর্বশেষ সংবাদ:

পুঁজিবাজারে ব্যাপক দরপতন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে টাকার অংকে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯৪ পয়েন্ট কমে ৫ হাজার ৬৯৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট কমেছে। আর ডিএস৩০ সূচক ৩৯ পয়েন্ট কমেছে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১২৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৫৯ কোটি ৭৬ লাখ টাকা কম। সোমবার ডিএসইতে ১ হাজার ৫৮৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ২৫৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে মঙ্গলবার অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫৭৮ পয়েন্টে।

দিনভর সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির শেয়ার দর।

(ডিএফই/২৬ জানুয়ারি, ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=136006

সর্বশেষ খবর