Responsive image

মূল্যসূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩১০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে ৫৫৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মঙ্গলবার এ বাজারে লেনদেন হয়েছিল ৫১১ কোটি ৯৩ লাখ টাকার। এ হিসেবে বৃহস্পতিবার ডিএসইতে আগের দিন থেকে ৪৪ কোটি ২৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৬টির, দর কমেছে ৯০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৮১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ফান্ডের।

সিএসইতে বৃহস্পতিবার মোট ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, দর কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

(ডিএফই/১৫ এপ্রিল, ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=142230

সর্বশেষ খবর