Responsive image

শিল্প খাতে ৮২০ কোটি ডলারের প্রণোদনা দেবে আরব আমিরাত

বিনিয়োগবার্তা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির জন্য গুরুত্ব বিচারে বেশকিছু প্রতিষ্ঠানের জন্য ৩০ বিলিয়ন দিরহাম বা ৮২০ কোটি ডলার প্রণোদনা দেবে দি এমিরেটস ডেভেলপমেন্ট ব্যাংক।

দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম এ ঘোষণা দিয়েছেন। খবর আরব নিউজ।

খবরে বলা হয়, এ প্রণোদনায় শিল্প খাতের প্রায় সাড়ে ১৩ হাজার প্রতিষ্ঠান উপকৃত হবে। আর এতে কর্মসংস্থান হবে ২৫ হাজারের বেশি মানুষের। দেশের শিল্প খাতের উৎপাদন বাড়াতে ও জিডিপিতে অবদান রাখতে সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষিত ১০ বছরব্যাপী ‘অপারেশন ৩০০ বিলিয়ন’ প্রকল্পের আওতায় এ অর্থ দেওয়া হবে।

এমিরেটস ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান সুলতান আল জাবের বলেন, নতুন এ কৌশল দেশের শিল্প খাতের বিকাশে সহায়তা করবে। পাশাপাশি নির্দিষ্ট আর্থিক প্রকল্পের কারণে নতুন নতুন প্রযুক্তিরও বিকাশ ঘটবে। স্টার্টআপ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্যও একটি নির্দিষ্ট বরাদ্দ থাকবে।

এছাড়া ২০২২ সালে স্টার্টআপ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি দিরহামের একটি তহবিলও ঘোষণা করেছে ব্যাংকটি। ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৫৫০টি প্রতিষ্ঠানকে সহায়তা করেছে এমিরেটস ডেভেলপমেন্ট ব্যাংক। ছোট ও মাঝারি শিল্পের জন্য বরাদ্দ করেছে ১৮০ বিলিয়ন ডলারের ঋণ।

(এসএএম/১১ এপ্রিল ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=141942

সর্বশেষ খবর