Responsive image

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে আছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার ৬৫৫টি শেয়ার লেনদেন হয়েছে যার বাজার মূল্য ২০৪ কোটি ৫৯ লাখ ৬৬ হাজার টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৪ লাখ ৭৪ হাজার ৬৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯০ কোটি ৯৫ লাখ ১৫ হাজার টাকা।

লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৬২ লাখ ৮১ হাজার ৯৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৫ কোটি ৫৯ লাখ ১৬ হাজার টাকা।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে – এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, সোনার বাংলা ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

(ডিএফই/১৭ এপ্রিল, ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=142292

সর্বশেষ খবর