Responsive image

স্বল্প আয়ের দেশগুলোর শিশু শিক্ষার উন্নয়নে ২০ কোটি ডলার সহায়তা দেবে আইডিবি

বিনিয়োগবার্তা ডেস্ক: স্বল্প আয়ের দেশগুলোর শিশু শিক্ষার উন্নয়ন ও প্রচারের জন্য ২০ কোটি ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)।

গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের (জিপিই) রেইজ ইওর হ্যান্ড শীর্ষক ক্যাম্পেইনে ২০২১ থেকে ২০২৫ সালের জন্য এ অর্থ দেবে ব্যাংকটি। খবর আরব নিউজ।

খবরে বলা হয়, নিম্ন আয়ের দেশগুলোর শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন ও স্কুলগুলোয় শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর জন্য অংশীদারিত্বের ভিত্তিতে তহবিল সংগ্রহ করে জিপিই। এ প্রচারণার মাধ্যমে বিশ্বনেতাদের প্রতি অন্তত ৫০ লাখ করে ডলার অনুদান দিতে অনুরোধ করা হচ্ছে। বিশ্বের ৯০টি নিম্ন আয়ের দেশ ও অঞ্চলের শিশুদের শিক্ষার উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।

সেনেগালের পানি ও স্যানিটেশন-বিষয়ক মন্ত্রী এবং জিপিই বোর্ডের ভাইস চেয়ারম্যান সেরিন থিয়াম বলেন, আমাদের লক্ষ্য হলো আরব দেশগুলো থেকে অন্তত ৪০ কোটি ডলার সংগ্রহ করা। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে অন্যরাও আমাদের তহবিলে অর্থ সহায়তা দিতে আগ্রহী হবে।

(এসএএম/১০ এপ্রিল ২০২১)

 

Short URL: https://biniyougbarta.com/?p=141766

সর্বশেষ খবর