অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ৩-৪ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক: আগামী ৩-৪ অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনিতে ইন্টারন্যাশনাল বিজনেস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোতে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে ব্যবসার নতুন দ্বার খুলবে বলে আশাবাদী ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে এ বিষয়ে এক প্রেস মিটের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদ, বিজেএমইএর পরিচালক সোভন ইসলাম, এফবিসিসিআইয়ের পরিচালক রাকিবুল আলম দিপু, বেজার প্রতিনিধি মো. আলী আহসান, অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পবকে। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট আব্দুল খান রতন স্বাগত বক্তব্য রাখেন। অতিথিরা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপোতে সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট আব্দুল খান রতন বলেন, আগামী ৩-৪ অক্টোবর অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোতে অস্ট্রেলিয়ার ৩০টি চেম্বার অব কমার্স অংশগ্রহণ করবে। মোট ১৫০টি স্টল বসবে, বিটুবি মিটিং হবে এবং দুই দিনে মোট আটটি সেমিনার অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী বলেন, ‘বিগত ১০ বছরে অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ব্যবসার প্রবৃদ্ধি ১০ শতাংশ হারে বেড়েছে। অনুষ্ঠিতব্য বিজনেস এক্সপ্রো অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসার নতুন মাইলফলক তৈরি করবে।’
বিনিয়োগবার্তা/এসএএম//