মাধ্যমিকের ১২টি বইয়ে ‘আমূল পরিবর্তন’ হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মাধ্যমিক পর্যায়ের ১২টি বাইয়ে আমূল পরিবর্তন ও সহজীকরণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, ২০১৮ সাল থেকে এসব বই শিক্ষার্থীদের হাতে দেয়া হবে। যুগোপযোগী শিক্ষা ও শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষাবিদদের পরামর্শে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে শিক্ষামন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এবার থেকে মডেল উত্তরপত্রের মাধ্যমে খাতার মূল্যায়ন করা হবে। এইচএসএসির ফলাফলও সেভাবেই মূল্যায়ন করা হবে।

(এমআইআর/ ২৭ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)