সাংবাদিকদের সালেহউদ্দিন

সাংবাদিকদের অর্থ উপদেষ্টা

‘মার্চে সংশোধিত বাজেট’

নিজস্ব প্রতিবেদক: আগামী মার্চ মাসে সংশোধিত বাজেট দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ড. সালেহউদ্দিন বলেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরো দুই-তিন মাস সময় লাগতে পারে। নিত্যপণ্যের আমদানি অব্যাহত থাকবে। জুন মাস নাগাদ মূল্যস্ফীতি ৬ থেকে ৭ শতাংশে নেমে আসতে পারে। তবে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ ছাড়া আগামী মার্চ মাসে সংশোধিত বাজেট দেয়া হবে, সেখানে কিছু কাজের পরিকল্পনা থাকবে বলে তিনি জানান।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা ও সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

ভ্যাট বৃদ্ধির কারণে মানুষ চাপে পড়ছে— এ বিষয়টি অনুভব করলেও কিছু কিছু প্রতিবন্ধকতার কারণে এটা করতে হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। তবে অনেক ক্ষেত্রেই বাস্তবে যতটা না ভ্যাট বাড়ানো হয়েছে, ব্যবসায়ীরা তার চেয়ে বেশি হারে দাম বাড়াচ্ছেন বলে তার অভিযোগ। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।

আগামী বাজেটে ভ্যাটের বিষয়টি সংশোধন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, তখন পূর্ণাঙ্গ সিদ্ধান্ত দেয়া হবে। এবার ভ্যাট বৃদ্ধির মূল উদ্দেশ্য ভ্যাট ছাড় থেকে বেরিয়ে আসা। অনেক খাতেই অনেক দিন ধরে ভ্যাট ছাড় চলছে; এসব তিনি আর উৎসাহিত করতে চান না। এ প্রক্রিয়ায় কিছু পণ্যের দাম বেড়েছে এবং কিছু মানুষের কষ্ট হয়েছে। আপাতত লক্ষ্য হচ্ছে, মূল্যস্ফীতি যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায়, ততটা নিয়ন্ত্রণ করা।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)