সিআইপি হলেন আমান ফিডের চেয়ারম্যান রফিকুল
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেডের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন।
গত রোববার বিকেলে রাজধানীর রেডিসন হোটেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছ থেকে তিনি সিআইপি (রপ্তানি) কার্ড গ্রহণ করেন।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি পণ্য রপ্তানি ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধি হিসেবে দেশের ১৬৪ ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত করে গেজেট প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়। নির্বাচিত সিআইপিরা একবছর পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন।
রফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৪ সালে পারিবারিক ব্যবসা আমান ট্রেডিং করপোরেশনের সঙ্গে সম্পৃক্ত হন। আন্তরিকতা, সততা, কঠোর পরিশ্রম ও দক্ষ নেতৃত্বের কারণে তিনি স্বল্প সময়ে একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। তিনি কৃষি, গবেষণা, সিমেন্ট ও গার্মেন্টসসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত।
আমান ফিড ছাড়াও তিনি আমান টেক্স লিঃ, আমান কটন ফেব্রিক্স, আমান সিমেন্ট মিলস লিঃ, আমান কোল্ড স্টোরেজ লিঃ, মিলান কোল্ড স্টোরেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।
রফিকুল ইসলাম ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তিনি বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারস এসোসিয়েশন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, বাংলাদেশ কোল্ডস্টোরেজ এসোসিয়েশন এবং রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস এর সদস্য।
রফিকুল ইসলাম উত্তরা ক্লাবের করপোরেট সদস্য। এছাড়া তিনি বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত আছেন।
(এসএএম/ ২৮ ফেব্রুয়ারি ২০১৭)