জায়েদ খানকে নিয়ে মালেক আফসারির নতুন সিনেমা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  বাংলা চলচ্চিত্রের মাস্টার মেকার খ্যাত নির্মাতা মালেক আফসারি। চলচ্চিত্র ক্যারিয়ারে বাংলা সিনেমা প্রেমীদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট চলচ্চিত্র। তবে বেশ অনেক দিন চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে ছিলেন তিনি। এরপর ২০১৬ সালে তিনি নির্মাণ করেন ‘অন্তর জ্বালা’ সিনেমা। ছবিটি ছিলো জায়েদ খানের সাথে তার প্রথম চলচ্চিত্র। এই অভিনেতাকে নিয়ে এবার মালেক আফসারি ‘টেনশন’ নামে আরেকটি সিনেমা নির্মাণ করছেন।

বুধবার এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ খান। তবে সিনেমাটিতে জায়েদ খানের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনি জানাতে নারাজ নির্মাতা।

জায়েদ খান বলেন, গতকাল ‘টেনশন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। ঈদুল আজহার আগেই সিনেমাটির শুটিং শুরু হবে। ‘টেনশন’ একেবারেই অ্যাকশন নির্ভর গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এ সিনেমার মধ্য দিয়ে আফসারি স্যার ২৫তম চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। আশা করছি, দর্শকদের সিনেমাটি ভালো লাগবে।

প্রসঙ্গত, নির্মাতা মালেক আফসারি সর্বশেষ সুপারস্টার শাকিব খান প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমা নির্মাণ করেন। সিনেমাটি ব্যাপকভাবে ব্যাবসা সফল হয়। এ নির্মাতার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘আমি জেল থেকে বলছি’, ‘হীরা চুনি পান্না’, ‘লাল বাদশা’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘মৃত্যুর মুখে’, ‘এই ঘর এই সংসার’, ‘ধনী গরীব’, ‘গোলমাল’, ‘ঘরের বউ’ প্রভৃতি।

(এসআর/ ১২ মার্চ, ২০২০)


Comment As:

Comment (0)