দরপতনের লাগাম টানতে বিএসইসির নয়া পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  কোম্পানির শেয়ারের দরপতনের লাগাম টেনে ধরতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এলক্ষ্যে ফ্লোর প্রাইস ও সর্বনিম্ন সার্কিট ব্রেকারের ফরমুলা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিএসইসি পক্ষ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ওপেনিং প্রাইস নির্ধারিত হবে ১৯ মার্চ ২০২০ এর আগের ৫ কার্যদিবসের গড় ক্লোজিং প্রাইস অনুযায়ি। অর্থাৎ কোন কোম্পানির শেয়ার বা ইউনিটের গত ৫ কার্যদিবসের যে দরে ক্লোজিং হয়েছে তার গড় মূল্যই হবে ওপেনিং প্রাইস। এছাড়া প্রত্যেক সিকিউরিটিজের এই গড় মূল্যই ফ্লোর প্রাইস এবং সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা হিসেবে বিবেচিত হবে। এদিকে সার্কিট ব্রেকারের ঊর্ধ্বসীমা আগের নিয়মেই কার্যকর হবে। এ নির্দেশনা পরবর্তী সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত কার্যকর থাকবে।

(শামীম/১৯ মার্চ ২০২০)


Comment As:

Comment (0)