করোনা সচেতনতা নিয়ে কুদ্দুস বয়াতির গান

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করোনাভাইরাস থেকে মানুষকে সচেতন করতে একটি গান গেয়েছেন কুদ্দুস বয়াতি। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে সতর্ক হওয়ার জন্য গানে গানে দেশবাসীকে সচেনতার কথায় বলেছেন এই লোকসংগীতশিল্পী।

গানের কথাগুলো হলো, ‘জাইনা চলেন, মাইনা চলেন, বুইঝা চলেন রে, সবাই মাইনা চললে করোনা থাকবে যে দূরে, সাবান পানি দিয়ে দুই হাত ধোবেন নিয়মিত, বিশ সেকেন্ড সময় নিয়ে হাত যে ধুয়ে নিব, নিয়ম মেনে চলব সবাই রাখব কথা মনে, চোখে নাকে মুখে হাত দেব না অকারণে।’

‘জাইনা চলেন, মাইনা চলেন’ শিরোনামে এই গান ফেসবুকে প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ভিডিও পরিবেশনায় ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার পাশাপাশি হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার কথা গানে গানে তুলে ধরেছেন জনপ্রিয় এই শিল্পী।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। ভিডিওটি পরিচালনা করেছেন মাহিন আওলাদ।

(এএইচএন/ ৩১ মার্চ, ২০২০)


Comment As:

Comment (0)