মার্চেন্ট ব্যাংক (Merchants Bank) কি?

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মার্চেন্ট ব্যাংক হচ্ছে একটি প্রতিষ্ঠান যা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আন্তর্জাতিক অর্থায়ন, ব্যবসায়িক ঋণ প্রদান এবং দায়গ্রহণ করে। এসকল ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে বিশেষভাবে পারদর্শী, যা তাদেরকে বহুজাতিক কর্পোরেশন সংশ্লিষ্ট কর্মকাণ্ডে বিশেষজ্ঞ করে তুলেছে।

এককথায়, বিনিময় ব্যাংকিং ও বিনিয়োগ ব্যাংকিং এর সংমিশ্রণে গড়ে ওঠা ব্যাংককেই মার্চেন্ট ব্যাংক বলে।

মার্চেন্ট ব্যাংক অন্যান্য সকল বিনিয়োগ ব্যাংকের মত সুবিধা প্রদান করতে পারে, কিন্তু সাধারণ জনগণের কাছে নিয়মিত ব্যাংকিং সুবিধা প্রদান করে না।

বাংলাদেশে মোট ৬১টি মার্চেন্ট ব্যাংক রয়েছে।

(এসএএম/০৪ এপ্রিল ২০২০)


Comment As:

Comment (0)